বুরুশিয়া ডর্টমুন্ড তারকা আরলিং হালান্ড এখন ট্রান্সফার বাজারে হট কেক। তাকে পাওয়ার জন্য লড়াই করছে স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বার্সালোনা। একই সঙ্গে ম্যানচেষ্টারের দুই ক্লাব ম্যানইউ এবং ম্যানসিটিও তাকে চাচ্ছে। ইংলিশ ক্লাব চেলসিও পেতে চায় তাকে।
তবে হালান্ডের ইচ্ছা নাকি স্পেনে খেলা। সেটা হতে পারে বার্সালোনা কিংবা রিয়াল মাদ্রিদ। গতকাল বার্সালোনার সঙ্গে বৈঠকে এমনটাই নাকি জানিয়েছে হালান্ডের এজেন্ট মিনো রাইওলা।
চাহিদা যখন বেশি তখন দাম তো একটু বেশি হবেই। সেই দামটাই নাকি ১৫০ মিলিয়ন ইউরো হতে পারে এমনটাই জানাচ্ছে জার্মান গনমাধ্যমগুলো।
হালান্ডের রিলিজক্লজ ৭০ মিলিয়ন ইউরো। কিন্তু সেটা কার্যকর হবে ২০২২ সালের জুনে। তাই এখন কিনতে গেলে বুরুশিয়ার সঙ্গে দরদাম হাকিয়ে তবেই কিনতে হবে।