কিলিয়ান এমবাপ্পের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি আছে পিএসজির। এরপরই সে ফ্রি হয়ে যাবে। কিন্তু যাকে ১৮০ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল তাকে কি এত সহজেই ছাড়া যায়?
পিএসজি তাই খুব করেই চাচ্ছে এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তি করার জন্য। কিন্তু এমবাপ্পে কোন ভাবেই আর পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে রাজি হচ্ছেনা। তার মন পরে আছে রিয়াল মাদ্রিদে।
এমন অবস্থায় ফ্রান্সের লা প্যারিসিয়ান জানিয়েছে, পিএসজি এখন এমবাপ্পেকে বিক্রি করতে বাধ্য হবে। আর এই জন্য তার মূল্য নির্ধারণ হতে পারে ১২০ থেকে ১৫০ মিলিয়ন ইউরো।