২০৬ জন সদস্যের ভোটে গত ২০২২ সালের সেরা ১০০ জন প্লেয়ার নির্বাচিত করেছে ব্রিটিশ গনমাধ্যম ‘দ্য গার্ডিয়ান।’ তাদের প্রকাশিত তালিকায় ব্রাজিলের ফুটবলার রয়েছে কতজন?
ব্রাজিলিয়ানদের মধ্যে এই তালিকায় সবার উপরে আছে ভিনিসিয়াস জুনিয়র। সব মিলিয়ে ৮ম স্থানে আছেন তিনি। তার পরই আছেন নেইমার জুনিয়র যার সব মিলিয়ে অবস্থান ১২তম।
ব্রাজিলিয়ানদের মধ্যে তৃতীয় স্থানে আছেন ক্যাসমিরো। সব মিলিয়ে তার অবস্থান ১৫ নম্বরে। ৪র্থ স্থানে আছেন অ্যালিসন বেকার। সব মিলিয়ে তার অবস্থান ৩৪তম স্থানে। ব্রাজিলের আরেক গোলকিপার এডারসন আছেন ৫ নম্বরে। তার অবস্থান ৫৪ নম্বরে।
ব্রাজিলিয়ানদের মধ্যে ৬ষ্ঠ স্থানে আছেন রিচার্লিশন। সব মিলিয়ে তার অবস্থান ৬১ নম্বরে। ৬২ নম্বরে আছে গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ানদের মধ্যে তার অবস্থান ৭ম।
৬৫ নম্বরে আছে ব্রাজিল ও পিএসজি ডিফেন্ডার মার্কুইনহোস। ব্রাজিলিয়ানদের মধ্যে তার অবস্থান ৮ম। রিয়াল মাদ্রিদে খেলা মিলিটাও আছেন ৬৭ নম্বরে। ব্রাজিলিয়ানদের মধ্যে তার অবস্থান ৯ম।
চেলসির সেন্টারব্যাক থিয়াগো সিলভা আছে ৭৫তম স্থানে। ব্রাজিলিয়ানদের মধ্যে তার অবস্থান ১০ম। ৭৭ নম্বরে আছে ফ্যাবিনহো। তার অবস্থান ১১তম। ৯০ নম্বরে আছে ব্রুনো গুইমারেস। ব্রাজিলিয়ানদের মধ্যে তার অবস্থান ১২ম।
শীর্ষ ১০০ এর মধ্যে ব্রাজিলের আরও দুজন প্লেয়ার রয়েছে। তারা হচ্ছে রোদ্রিগো এবং বারবোসা। রিয়ালের ফুটবলার রোদ্রিগোর অবস্থান ৯৩ নম্বরে এবং ফ্লামেঙ্গোর বারবোসার অবস্থান ৯৯ নম্বর।