বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:৫১ অপরাহ্ন

২০২৭ সালই কি নেইমারের ক্যারিয়ারের শেষ বছর

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৬৩ এই মুহুর্তে
  • শেয়ার করুন

২০১৭ সালে বার্সালোনা থেকে নেইমারকে ২২২ মিলিয়ন ইউরোতে কিনেছিল পিএসজি। তাকে কিনেছিল চ্যাম্পিয়নস লিগ জিততে পিএসজিকে সাহায্য করার জন্যই।

আর নেইমারও এই চ্যালেঞ্জ নিয়েই পিএসজিতে এসেছিলেন। পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতানো, পিএসজিকে অন্যতম সেরা ক্লাবে পরিণত করার চ্যালেঞ্জ নিয়েই এসেছিলেন তিনি।

কিন্তু সেসব কিছুই এখনও হয়নি। নেইমার পারেনি চ্যাম্পিয়নস লিগ জেতাতে, পিএসজিও পারেনি চ্যাম্পিয়নস লিগ জিততে। এই অপূর্ণতা নিয়েই হয়তো আগামী মৌসুমে নেইমারকে ক্লাব ছাড়া হতে পারে এমনটাই খবর গনমাধ্যমগুলোর।

পিএসজি কিলিয়ান এমবাপ্পেকে ছাড়বে না। তারা মেসির সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করছে। কিন্তু তারা আগামী মৌসুমে তাদের মোট বেতনের ৩০ শতাংশ কমাবে। সেজন্য স্টার প্লেয়ারদের কাউকে ছেড়ে দিবে।

যেহেতু এমবাপ্পেকে ছাড়বে না এবং মেসির সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করছে, তাই নেইমারকে বিক্রি করার সম্ভাবনাই বেশি। তাছাড়া নেইমারের ইনজুরির রেকর্ডে বিরক্ত হয়ে পরেছে তারা।

তবে নেইমার জুনিয়র পিএসজি চাড়তে চাচ্ছেন না। তিনি পিএসজিতেই থাকতে চান এবং এই ক্লাবেই ক্যারিয়ার শেষ করতে চান এমনটাই জানিয়েছে দ্যা অ্যাথলেটিক।

নেইমার এই ক্লাবেই খেলতে চায় এবং ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে চান। এই শিরোপা না জেতা পর্যন্ত তিনি থামবেন না এমনটাই জানিয়েছে গনমাধ্যমটি। শুধু তাই নয়, নেইমার তার ক্যারিয়ার শেষ করতে চায় পিএসজিতেই।

এখন পিএসজিতে যদি নেইমার ক্যারিয়ার শেষ করতে চায় তাহলে সেটা কোন বছর? আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। সেই বিশ্বকাপের সময় নেইমারের বয়স হবে ৩৪ বছর।

নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। অর্থাৎ বিশ্বকাপের একটি বছর পর নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে। তখন নেইমারের বয়সটা হবে ৩৫ বছর।

ইনজুরিতে জর্জরিত নেইমার হয়তো চাইলেও এরপরের বিশ্বকাপ আর খেলতে পারবেন না। আর যেভাবে ইনজুরিতে পরছেন, তাতে এরপর খেলার মত ফিট থাকবেন কিনা সেটাও সন্দিহান। তাই হয়তো নেইমার চুক্তির এই শেষ বছরটাকেই অবসরের জন্য বেছে নিতে পারেন।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

রিয়ালের মৌসুম সেরা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র

বার্সালোনা-আল হিলালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেসি যাচ্ছেন আরেক ক্লাবে

হ্যারি কেইনের জন্য ৮০ মিলিয়ন প্রস্তাব করবে রিয়াল মাদ্রিদ

ফার্নান্দো দিনিজ হতে পারেন ব্রাজিলের নতুন কোচ

বার্সা রিয়ালকে একা করে সুপার লিগ ছাড়ল জুভেন্টাস

এবার বার্সার বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ফুটবলার জেরার্ড পিকে

বরখাস্ত হচ্ছেন গালটিয়ের, তাকে বিদায় বলে দিয়েছে পিএসজি

মেসির প্রস্তাবে অবাক আল নাসের কর্তৃপক্ষ

রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সি পড়বে মিডফিল্ডার বেলিংহাম!

এটা পুরোটাই বাংলাদেশের অজুহাত ছাড়া কিছুই না