অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ব্রাজিলিয়ানরা হেরেছিল ইতালির বিপক্ষে। ম্যাচে তারা ৩-২ গোলে পরাজিত হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ডমিনিকান রিপাবলিকের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল।
সেই ম্যাচের পর গ্রুপের আরেক শক্তিশালী দল নাইজেরিয়াকেও ২-০ গোলে পরাজিত করেছে ব্রাজিলিয়ানরা। তিন ম্যাচ শেষে এখন গ্রুপ সেরা হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ব্রাজিল।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের যুবাদের অন্যতম সেরা ফেবারিট হিসেবেই ধরা হচ্ছে। সেই ধারণাতে একটু ধাক্কা লেগেছিল প্রথম ম্যাচে ইতালির কাছে হারের পর। তবে ব্রাজিলিয়ানরা ঠিকই ঘুরে দাঁড়িয়েছে।
বিশ্বকাপের ডি গ্রুপে সবার আগে ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট অর্জন ছিল নাইজেরিয়ার। এখন তিন ম্যাচ শেষে ব্রাজিল, ইতালি এবং নাইজেরিয়ার পয়েন্ট সমান ৬।
কিন্তু গোল ব্যবধানে অনেকটা এগিয়ে শীর্ষে আছে ব্রাজিল। গোল ব্যবধানেই নাইজেরিয়ার থেকে এগিয়ে দ্বিতীয় স্থানে ইতালি এবং তিনে আছে নাইজেরিয়া।
অবশ্য এই গ্রুপ থেকে এই তিনটি দলই যাচ্ছে পরের রাউন্ডে। ৬ গ্রুপ থেকে সেরা ১২টি দল এবং তৃতীয় হওয়া ৬ দলের মধ্যে সেরা চারটি দল যাবে পরের রাউন্ডে।