সাবেক রিয়াল মাদ্রিদ সেন্টারব্যাক সার্জিও রামোস আবারও রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হয়ে স্প্যানিশ লা লিগায় ফিরতে পারেন। সেটা হতে পারে সেভিয়ার মাধ্যমে।
সার্জিও রামোসের সাবেক ক্লাব ছিল সেভিয়া। সেভিয়া থেকেই তাকে কিনেছিল রিয়াল মাদ্রিদ। এরপর রিয়াল মাদ্রিদে কত ইতিহাস গড়েছেন তিনি। রিয়ালের ইতিহাসের অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সেই সার্জিও রামোস দুই মৌসুম পূর্বে রিয়ালের সঙ্গে সম্পর্ক শেষ করে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। তবে দুই মৌসুম সেখানে কাটিয়ে তিনি এখন ক্লাবহীন অবস্থাতেই ছিলেন।
বেশ কিছু ক্লাবের থেকে অফার এসেছিল তার কাছে। তবে সর্বশেষ আল ইত্তিহাদের অফারে রাজি হওয়ার পথেই ছিলেন সার্জিও রামোস।
কিন্তু পাল্টে যায় একটি ফোন। সেভিয়া থেকে অফার করা হয়েছে রামোসকে এমনটাই জানিয়েছে স্প্যানিশ গনমাধ্যম মার্কা। আর সেভিয়ার অফার পাওয়ার পর ইত্তিহাদের অফারটি আপাতত স্থগিত করে দিয়েছেন রামোস।
মার্কা জানিয়েছে, সার্জিও রামোস তার পুরোনো ক্লাবে ফেরার খুব কাছাকাছি আছেন। যদি এটা হয় তাহলে রামোসকে দেখা যাবে রিয়ালের বিরুদ্ধে খেলতে।
আপনার মতামত লিখুন :