কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা এই বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল। ফাইনালে তারা ফ্রান্সকে হারিয়ে জিতেছিল বিশ্বকাপ।
লিওনেল মেসি খেলেন পিএসজিতে। সেটা ফ্রান্সের ক্লাব। আর আর্জেন্টিনা ফাইনালে হারিয়েছিল ফ্রান্সকে। যার কারণে মেসিকে যোগ্য সম্মাননা পিএসজি দিবে কিনা সেটাই ছিল প্রশ্ন।
পিএসজি অবশ্য মেসিকে সম্মাননা দিয়েছিল। কিন্তু যতটা দিয়েছিল সেটা মেসির মন ভরেনি। মেসির মনে হচ্ছে তাকে যোগ্য সম্মান দেয়নি ক্লাবটি যতটা সম্মান পেয়েছে তার অন্যান্য সতীর্থরা।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলাররা যখন নিজ নিজ ক্লাবে ফিরেছিলেন তখন বীরের সম্মানই পেয়েছিলেন। তাদেরকে রাজকীয় ভাবে বরণ করা হয়েছিল। কয়েকটি ক্লাব তো রীতিমত অনুষ্ঠান করে বরণ করেছিল।
সেই তুলনায় মেসির প্রাপ্তি সামান্যই ছিল। সেটাই ইঙ্গিত করে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেসি বলেন, “আমার অন্যান্য ২৫ সতীর্থের তুলনায় আমি একমাত্র আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ফুটবলার যে ক্লাবের থেকে যথাযথ সম্মান পায়নি।”
আপনার মতামত লিখুন :