ল্যাতিন আমেরিকান জায়ান্ট ব্রাজিলের ঘরোয়া লিগ ২০২০ সালের তৃতীয় সেরা লিগ নির্বাচিত হয়েছে। ফুটবল ও ফুটবলারদের নিয়ে গভেষনা করা আইএফএফএইচএস ২০২০ সালের বিশ্বের সেরা লিগগুলোর যে তালিকা করেছে সেখানেই তিনে আছে ব্রাজিলিয়ান সিরিএ।
তাদের প্রকাশিত তালিকায় শীর্ষে আছে ইতালিয়ান সিরিএ। তাদের পয়েন্ট ১০২৬। দুই নম্বরে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তাদের পয়েন্ট ১০০৩। তিনে আছে ব্রাজিলিয়ান সিরিএ। তাদের পয়েন্ট ৯৬৪।
চারে আছে স্প্যানিশ লা লিগা। তাদের পয়েন্ট ৯৫৪। পাঁচে আছে জার্মান বুন্দেশলীগা। তাদের পয়েন্ট দেখানো হচ্ছে ৮৬৪। ছয় নম্বরে আছে পর্তুগালের লিগ (৭২১) এবং সাতে আছে ফ্রান্সের লিগ ওয়ান (৬৬১)।