অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষে আজ থেকে শুরু হয়েছে ফাইনাল গ্রুপ পর্ব। ছয় দলের এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছে ব্রাজিলিয়ানরা।
ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ব্রাজিল। আর এই জয়ে ফাইনাল গ্রুপ পর্বের শুরুটা তাদের প্রত্যাশামতই হল।
ম্যাচে জোড়া গোল করেছেন স্ট্রাইকার ভিটর রোক। একটি গোল করেছেন মিডফিল্ডার আন্দ্রে সান্তোস। ইকুয়েডরের একমাত্র গোলটি করেন বাকুয়েরু।
ম্যাচের ১৪ মিনিটে ভিটর রোক গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। ২৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। বিরতি পর্যন্ত ব্রাজিল ২-০ গোলে এগিয়ে ছিল।
বিরতির পর ম্যাচের ৭৬ মিনিটে একটি গোল পরিশোধ করে ইকুয়েডর। তবে ৮১ মিনিটে সান্তোস গোল করে খেলার সব অনিশ্চিয়তা দূর করে দেন।