ব্রাজিল অনূর্ধ্ব ২০ দলের মিডফিল্ডার আন্দ্রে সান্তোস অসাধারণ ছন্দে আছেন। এবারের অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকায় গোলের পর গোল করেই যাচ্ছেন তিনি।
অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকায় গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এর পেছনে অনেকটাই অবদান রয়েছে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের।
ডিফেন্সিভ মিডফিল্ডার হলে কি হবে, গোল করতেও পারদর্শী তিনি। এবারের আসরে গ্রুপ পর্বে মোট তিনটি গোল করেছিলেন সান্তোস। যৌথ ভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন গ্রুপ পর্বে।
এবার ফাইনাল গ্রুপ পর্বে এসেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। আজকে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন তিনি।
আন্দ্রে সান্তোসকে বলা হয় অনূর্ধ্ব ২০ দলের ক্যাসমিরো। আর এই ক্যাসমিরোকে টুর্নামেন্টের ঠিক পূর্বেই কিনেছিল চেলসি। তাই এখন সান্তোসের এমন পারফর্মেন্সে নাঁচছে চেলসিও।