অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকায় ফাইনাল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জিতেছে জায়ান্ট ব্রাজিল। আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩-০ গোলে পরাজিত করেছে ভেনিজুয়েলাকে।
এই ম্যাচেও ব্রাজিলের হয়ে গোল করেছেন ভিটর রোক, আন্দ্রে সান্তোস এবং পেড্রো। ব্রাজিলের তিনটি গোলই আসে বিরতির পর।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৪৯ মিনিটে ভিটর রোক গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। ৮৫ মিনিটে পেড্রো গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ৯০ মিনিটে সান্তোস গোল করে ব্রাজিলের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে।
২ ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে কলম্বিয়া। ২ ম্যাচে এক পয়েন্ট নিয়ে চার ও পাঁচে আছে প্যারাগুয়ে এবং ভেনিজুয়েলা। ইকুয়েডর দুই ম্যাচ শেষে এখনও কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।