ওয়েভারটন: দুটি গোল হজম করেছে, একটি সেভ করেছে। তবে দুটি গোলেই দায় ছিল ডিফেন্ডারদের। তাই তাকে পুরোপুরি দোষারোপ করা যাবে না।
এমারসন: প্রথম গোলটিতে তার পুরো দায় রয়েছে। মাঠের মধ্যে শতভাগ মনোযোগী থাকা উচিত যেটা করতে পারেনি এমারসন।
মিলিটাও: দ্বিতীয় গোলটিতে দায় রয়েছে এই ডিফেন্ডারদের। নিজের সেরা পারফর্মেন্সটা করতে পারেনি এই ম্যাচে।
ইভানেজ: অন্যদের তুলনায় ভালো ছিল, তবে পারফেক্ট পারফর্মেন্স ছিল না।
টেল্লেস: ভিনিসিয়াসের গোলে তার অবদান ছিল, কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
আন্দ্রে সান্তোস: ৬৫ মিনিট খেলেছেন। অভিষিক্ত প্লেয়ার হিসেবে খারাপ ছিল না তার পারফর্মেন্স। পরিণত হলে আরও দুর্দান্ত কিছু পেতে চলছে ব্রাজিল।
ক্যাসমিরো: ম্যাচে ব্রাজিলের সেরা তারকা। একটি গোল করেছেন তিনি।
পাকুয়েতা: ওয়েস্টহাম তারকা মাঠে সক্রিয় ছিলেন সবসময়। যদিও কিছু বল হারিয়েছেন, তবে ক্যাসমিরোর গোলে অ্যাসিস্ট ছিল তারই।
ভিনিসিয়াস: গোল করেছিলেন, তবে সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। সেরা পারফর্ম করতে পারেনি। রিয়ালের ভিনিসিয়াসকে পাওয়া যায়নি।
রোদ্রিগো: ভিনিসিয়াসের সঙ্গে তার রসায়ন ভালো ছিল। কিন্তু মাঠে বিপজ্জনক হতে পারেনি। ৬৫ মিনিটে বদলি করা হয় তাকে।
রনি: আরেক অভিষিক্ত প্লেয়ার। একটি গোলের সুযোগ মিস করেছেন। মাঠের মধ্যে বেশ নিস্প্রভ দেখা গেছে তাকে।