বুধবার, ০৭ জুন ২০২৩, ০৬:২৭ অপরাহ্ন

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪৪১ এই মুহুর্তে
  • শেয়ার করুন

ওয়েভারটন: দুটি গোল হজম করেছে, একটি সেভ করেছে। তবে দুটি গোলেই দায় ছিল ডিফেন্ডারদের। তাই তাকে পুরোপুরি দোষারোপ করা যাবে না।

এমারসন: প্রথম গোলটিতে তার পুরো দায় রয়েছে। মাঠের মধ্যে শতভাগ মনোযোগী থাকা উচিত যেটা করতে পারেনি এমারসন।

মিলিটাও: দ্বিতীয় গোলটিতে দায় রয়েছে এই ডিফেন্ডারদের। নিজের সেরা পারফর্মেন্সটা করতে পারেনি এই ম্যাচে।

ইভানেজ: অন্যদের তুলনায় ভালো ছিল, তবে পারফেক্ট পারফর্মেন্স ছিল না।

টেল্লেস: ভিনিসিয়াসের গোলে তার অবদান ছিল, কিন্তু সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

আন্দ্রে সান্তোস: ৬৫ মিনিট খেলেছেন। অভিষিক্ত প্লেয়ার হিসেবে খারাপ ছিল না তার পারফর্মেন্স। পরিণত হলে আরও দুর্দান্ত কিছু পেতে চলছে ব্রাজিল।

ক্যাসমিরো: ম্যাচে ব্রাজিলের সেরা তারকা। একটি গোল করেছেন তিনি।

পাকুয়েতা: ওয়েস্টহাম তারকা মাঠে সক্রিয় ছিলেন সবসময়। যদিও কিছু বল হারিয়েছেন, তবে ক্যাসমিরোর গোলে অ্যাসিস্ট ছিল তারই।

ভিনিসিয়াস: গোল করেছিলেন, তবে সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। সেরা পারফর্ম করতে পারেনি। রিয়ালের ভিনিসিয়াসকে পাওয়া যায়নি।

রোদ্রিগো: ভিনিসিয়াসের সঙ্গে তার রসায়ন ভালো ছিল। কিন্তু মাঠে বিপজ্জনক হতে পারেনি। ৬৫ মিনিটে বদলি করা হয় তাকে।

রনি: আরেক অভিষিক্ত প্লেয়ার। একটি গোলের সুযোগ মিস করেছেন। মাঠের মধ্যে বেশ নিস্প্রভ দেখা গেছে তাকে।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

রিয়ালের মৌসুম সেরা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র

বার্সালোনা-আল হিলালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেসি যাচ্ছেন আরেক ক্লাবে

হ্যারি কেইনের জন্য ৮০ মিলিয়ন প্রস্তাব করবে রিয়াল মাদ্রিদ

ফার্নান্দো দিনিজ হতে পারেন ব্রাজিলের নতুন কোচ

বার্সা রিয়ালকে একা করে সুপার লিগ ছাড়ল জুভেন্টাস

এবার বার্সার বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ফুটবলার জেরার্ড পিকে

বরখাস্ত হচ্ছেন গালটিয়ের, তাকে বিদায় বলে দিয়েছে পিএসজি

মেসির প্রস্তাবে অবাক আল নাসের কর্তৃপক্ষ

রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সি পড়বে মিডফিল্ডার বেলিংহাম!

এটা পুরোটাই বাংলাদেশের অজুহাত ছাড়া কিছুই না