অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের এবারের আসরে খেলারই কথা ছিল না আর্জেন্টিনার। তারা বাছাই পর্ব পার হতে পারেনি। তবে ইন্দোনেশিয়ার কারণে তাদের খেলার সুযোগ আসে স্বাগতিক হিসেবে।
স্বাগতিক হিসেবে খেলার সুযোগ পেয়েই বাজিমাত আর্জেন্টাইনদের। গ্রুপ পর্বে তারা ৩ ম্যাচের সবগুলোতে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে নাইজেরিয়া।
নাইজেরিয়া এবারের বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে। তারা তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর এই কারণেই এখন তাদের খেলতে হতে পারে আর্জেন্টিনার বিপক্ষে।
আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হবে সি অথবা ডি গ্রুপের তৃতীয় হওয়া দলটি। বর্তমানে সি গ্রুপের তিনে আছে জাপান, কিন্তু তাদের পরের রাউন্ডে উঠার সম্ভাবনা নেই বললেই চলে। অন্যদিকে ডি গ্রুপের নাইজেরিয়ার নিশ্চিত। তাই এই নাইজেরিয়ার বিপক্ষেই খেলা হতে পারে আর্জেন্টিনার।