অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। গতরাতে তিউনিসিয়াকে ৪-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল ব্রাজিলিয়ানরা।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ এবারই প্রথমবারের মত অনুর্ধ্ব ২০ বিশ্বকাপে খেলতে আসা ইসরায়েল। আগামী তিন জুন অনুষ্ঠিত হবে ব্রাজিল ও ইসরায়েলের মধ্যকার ম্যাচটি।
ইসরায়েল এবারের বিশ্বকাপে বেশ আলোচিত এক নাম। প্রথমত, তারা বিশ্বকাপে প্রথমবারের মত অংশ নিয়েছে এবং প্রথম আসরেই তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে। দ্বিতীয়ত, তাদের জন্য টুর্নামেন্টের আয়োজক দেশটাই পাল্টে গেছে।
বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়াতে। কিন্তু মুসলিম এই দেশটি ইসরায়েলকে তাদের মাটিতে খেলার অনুমতি দেয়নি। তাই বাধ্য হয়েই ফিফা আন্দোনেশিয়াকে আয়োজক দেশ থেকে বাতিল করে।