ল্যাতিন আমেরিকার জায়ান্ট এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যদি বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সালোনার বিপক্ষে ম্যাচ খেলে তাহলে কেমন হবে?
ম্যাচটা নিশ্চয়ই জমজমাট হবে! এই জমজমাট ম্যাচ কি সচরাচর দেখা যায়? একটা ক্লাবের বিপক্ষে একটা জাতীয় দল খেলছে, এমন দৃশ্য খুবই বিরল।
তবে এই বিরল দৃশ্যই দেখা যেতে পারে আগামী বছর। বার্সালোনা চেষ্টা করছে আর্জেন্টিনার বিপক্ষে একটি ম্যাচ খেলার জন্য। সেটাও নু-ক্যাম্পে।
কেন বার্সালোনা চেষ্টা করছে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলার জন্য?
আর্জেন্টিনাতে খেলেন মেসি। এই মেসি আবার বার্সার ইতিহাসের সেরা তারকা। কিন্তু মেসিকে ঠিকমত বিদায়টাও দিতে পারেনি বার্সালোনা।
সেই বিদায়টা যেন ঠিকমত দিতে পারে সেজন্যই মেসিকে আবারও নু-ক্যাম্পে ফিরিয়ে আনতে চায় বার্সা। যেহেতু নিজেদের প্লেয়ার হিসেবে আনা সম্ভব নয়, তাই এই ম্যাচ দিয়েই আনতে চাচ্ছে কাতালান ক্লাবটি।
আপনার মতামত লিখুন :