নারী আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নেমেছিল ব্রাজিল ও স্পেন। ম্যাচে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল নারীরা।
ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল ব্রাজিলই। প্রথমার্ধের ৩২ মিনিটের সময় মার্তার গোলে এগিয়ে গিয়েছিল তারা। বিরতি পর্যন্ত এই লিড ধরেও রেখেছিল দলটি।
বিরতির পর ম্যাচের ৬৩ মিনিটে আলেক্সিয়া পুটেলাসের গোলে সমতায় ফেরে স্পেন। এর ৬ মিনিট পর ভিরজিনিয়া টোরেছিল্লার গোলে ম্যাচে এগিয়ে যায় স্পেন এবং এই গোলেই জয় লাভ করে তারা।