রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অপ্রত্যাশিত হারের পর ম্যানসিটির সমালোচনা করেছিল সাবেক ম্যানইউ তারকা প্যাটট্রিক ইভ্রা এবং দিমিতার বার্বাতব। এবার তার জবাব দিয়েছেন ম্যানসিটি কোচ গার্দিওলা।
ইভ্রা এবং বার্বাতব ম্যানসিটির হারের পর দলটির ব্যক্তিত্বের সমালোচনা করেছিলেন। এই ম্যাচে রিয়ালের বিপক্ষে ম্যানসিটির প্লেয়ারদের শারীরিক ভাষাও নাকি ঠিক ছিল না।
সাবেক এই দুই তারকার জবাবটা বেশ শক্ত ভাবেই দিয়েছেন গার্দিওলা। ২০০৯ এবং ২০১১ সালে তাদেরকে বিধ্বস্ত করার কথা মনে করিয়ে দিয়েছেন সিটির বস।
গার্দিওলা বলেছেন, “যখন আমার বার্সালোনা তাদের ম্যানইউকে পরপর দুইবার চ্যাম্পিয়নস লিগে ২০০৯ এবং ২০১১ সালে বিধ্বস্ত করেছিল তখন আমিও তাদের ব্যক্তিত্ব দেখতে পাইনি।”