বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন

ড্রয়ের মিছিলে সামিল হল বার্সা রিয়াল অ্যাতলেটিকো সেভিয়া

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৯ এই মুহুর্তে
  • শেয়ার করুন

স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে ৩৭তম ম্যাচে একযোগে মাঠে নেমেছিল বর্তমান পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল রিয়াল, বার্সা, সেভিয়া এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রত্যেকটি ম্যাচ ছিল রাত ১১:৩০ মিনিটে।

তবে মজার ব্যাপার হচ্ছে, প্রতিটি দলই ড্র করেছে। বার্সালোনা ড্র করেছে গেতাফের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ ড্র করেছে কাদিজের বিপক্ষে। সেভিয়া ও অ্যাতলেটিকো মুখোমুখি হয়েছিল। ড্র হয়েছে এই ম্যাচটিও।

নিজেদের ৩৭তম ম্যাচে কাদিজের বিপক্ষে খেলতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। রেলিগেশন জোনে থাকা এই দলটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ সুবিধা করতে পারেনি।

যদিও প্রথম গোলটি তারাই করেছিল। রোদ্রিগোর পাস থেকে মারিয়ানো গোল করে দলকে এগিয়ে দিয়েছিল। তবে ৩৭ মিনিটের মাথায় রুবেন গোল করে সমতায় ফেরায় কাদিজকে।

বিরতির আগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিডও পেতে পারত কাদিজ। কিন্তু তাদের প্রচেষ্টগুলো দুর্দান্ত নৈপুন্যের সঙ্গে প্রতিহত করেছেন রিয়াল মাদ্রিদের দ্বিতীয় পছন্দের গোলকিপার লুনিন। দেখে মনেই হয়নি সে নিয়মিত খেলার সুযোগই পায় না।

ম্যাচের ৬০ মিনিটের সময় পেনাল্টি পায় কাদিজ। কিন্তু নেগ্রেদোর নেওয়া পেনাল্টি শটও আটকে দেন লুনিন। আরও বেশ কিছু সুযোগ কাদিজের হাতছাড়া হয় লুনিনের জন্যই।

এই ম্যাচে কাদিজ এক পয়েন্ট পেয়েছে। কিন্তু এই পয়েন্ট তাদের রেলিগেশন জোন থেকে বের করতে পারেনি। ৩৬ পয়েন্ট নিয়ে তারা আছে ১৮ নম্বরে। শেষ ম্যাচে যদি কাদিজ জিততে পারে এবং মায়োর্কা বা গ্রানাদার মধ্যে কোন দল পয়েন্ট হারায় তাহলেই বেঁচে যাবে কাদিজ।

আরেক ম্যাচে গেতাফের বিপক্ষে ড্র করেছে বার্সালোনা। গেতাফের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে বার্সালোনা ড্র করেছে গোলশূন্য ভাবে। ম্যাচে মাত্র অন টার্গেটে মাত্র একটি শট নিতে পেরেছিল বার্সালোনা।

আরেক ম্যাচে সেভিয়া ১-১ গোলে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ম্যাচের ৩০ মিনিটে জিমিনেজ গোল করে এগিয়ে দেন অ্যাতলেটিকোকে। তবে ৮৫ মিনিটে ইউসুফ এন নেসিরি গোল করে এক পয়েন্ট এনে দেন সেভিয়াকে।

এই ক্যাটেগরির আরো খবর

ব্রেকিং:

বার্সালোনা-আল হিলালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মেসি যাচ্ছেন আরেক ক্লাবে

হ্যারি কেইনের জন্য ৮০ মিলিয়ন প্রস্তাব করবে রিয়াল মাদ্রিদ

ফার্নান্দো দিনিজ হতে পারেন ব্রাজিলের নতুন কোচ

বার্সা রিয়ালকে একা করে সুপার লিগ ছাড়ল জুভেন্টাস

এবার বার্সার বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবেক ফুটবলার জেরার্ড পিকে

বরখাস্ত হচ্ছেন গালটিয়ের, তাকে বিদায় বলে দিয়েছে পিএসজি

মেসির প্রস্তাবে অবাক আল নাসের কর্তৃপক্ষ

রিয়ালের আইকনিক সাত নম্বর জার্সি পড়বে মিডফিল্ডার বেলিংহাম!

এটা পুরোটাই বাংলাদেশের অজুহাত ছাড়া কিছুই না

মেসিদের ম্যাচের টিকিট শুরুতেই শেষ