অনূর্ধ্ব ২১ তারকাদের মধ্যে গত মৌসুমে সর্বোচ্চ গোল অ্যসিস্ট করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ২২টি গোল এবং ২০টি অ্যাসিস্ট করেছেন তিনি, সরাসরি ৪২ গোলে জড়িত।
ভিনিসিয়াস জুনিয়র গত মৌসুমে অবিশ্বাস্য পারফর্ম করেছেন। রিয়াল মাদ্রিদের আক্রমন ভাগে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। বেনজামার সঙ্গে মিলে দুর্দান্ত এক জুটি তৈরি করেছিলেন।
লা লিগার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত পারফর্ম ছিল তার। ফাইনালে তার গোলেই লিভারপুলকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ, জিতেছিল শিরোপা।
গত মৌসুমে অবিশ্বাস্য পারফর্মেন্সের পর আগামী মৌসুমে আরও ভালো করার প্রতিজ্ঞা ভিনিসিয়াসের। তিনি বলেন, এই মৌসুমে আমি ভালো করেছি। পরের মৌসুম আরও ভালো হবে।”