ব্রাজিলের রাইট উইংয়ে কিছুটা সমস্যা ছিল। ডগলাস কস্তা যাওয়ার পর থেকে এই পজিশনে যোগ্য কোন প্লেয়ার পায়নি ব্রাজিল। তাই কখনও রিচার্লিশন, কখনও এভারটন, কখনও জেসুসকে দিয়ে কাজ চালাতে হয়েছিল ব্রাজিল কোচকে।
তবে এখন আর সেই দিন নেই। এখন রাইট উইংয়ে দুজন প্লেয়ার রয়েছে ব্রাজিলের যারা বর্তমান সময়ের অন্যতম সেরা। একজন রাফিনহা, অন্যজন অ্যান্থনি।
আয়াক্সে দুর্দান্ত খেলা অ্যান্থনি আগামী মৌসুমে খেলতে পারেন ম্যানচেষ্টার ইউনাইটেডে। ম্যানইউর কোচ এরিক টেন হাগ অ্যান্থনিকে ম্যানইউতে নিয়ে আসতে চাচ্ছেন।
ক্লাবে দুর্দান্ত খেলা অ্যান্থনি ব্রাজিল জাতীয় দলেও জায়গা অনেকটাই নিশ্চিত করে নিয়েছেন। তার স্বপ্ন কাতার বিশ্বকাপে খেলা এবং সেজন্য কঠোর পরিশ্রম করছেন বলেও মন্তব্য করেছেন।
অ্যান্থনি বলেন, “বিশ্বকাপ আমার অগ্রাধিকারের তালিকায় রয়েছে। কাতারে ব্রাজিলের হয়ে খেলাটা আমার স্বপ্ন। আমি এর জন্য কঠোর পরিশ্রম করতে যাচ্ছি।”