ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ল্যাতিন আমেরিকান জায়ান্ট আর্জেন্টিনার। তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লিওনেল মেসির দলটি।
এবারের আন্তার্জাতিক বিরতিতে অবিশ্বাস্য পারফর্ম ছিল আর্জেন্টিনার। ফাইনালিসিমাতে ইতালিকে ৩-০ গোলে পরাজিত করেছিল তারা। এছাড়া জয় এসেছিল এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচেও। ৫-০ গোলে জিতেছিল তারা।
এই দুই ম্যাচে জয়ের ফলে আর্জেন্টিনার অর্জিত হয়েছে ৫.৫২ পয়েন্ট। কিন্তু আর্জেন্টিনার উপরে থাকা ফ্রান্স আবার খারাপ করেছে। তারা এই সময়ে হারিয়েছে ২৫ পয়েন্ট।
আর্জেন্টিনার পয়েন্ট পাওয়া ও ফ্রান্সের বিশাল পয়েন্ট হারানোর কল্যানে আর্জেন্টিনা উঠে এসেছে তালিকার তিনে। আর চারে নেমেছে ফ্রান্স। যথারীতি শীর্ষে আছে ব্রাজিল ও দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম।
এছাড়া অবনিত হয়েছে ইংল্যান্ডের। তারা ২৪.২৫ পয়েন্ট হারিয়ে নেমেছে পাঁচে। ইতালি ৯.৪৫ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে সাতে। উন্নতি হয়েছে স্পেনের। তারা উঠে এসেছে তালিকার ছয়ে।
২০.৭৫ পয়েন্ট অর্জন করে তালিকার আটে উঠেছে নেদারল্যান্ড। ৩.৮৭ পয়েন্ট অর্জিত হলেও নয় নম্বরে নেমে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
দারুণ পারফর্ম করা ডেনমার্ক উঠে এসেছে দশে। জার্মানী আছে তালিকার ১১ নম্বর স্থানে।