আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর থেকেই বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে উঠে আসছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। কখনও ফ্রান্সকে ট্রল করে, কখনও এমবাপ্পেকে ট্রল করে উঠে আসছিলেন আলোচনায়।
এবার আরও একবার তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর এবার অবশ্য ট্রলের জন্য নয়, কুকুর কেনার জন্য আলোচিত তিনি।
কাতারে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের উইনারের মেডেল পেয়েছে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। সেই মেডেল যাতে চুরি না হয় সেজন্যই পাহাড়া দেওয়ার জন্য কিনেছে কুকুর।
এই কুকুর কিনতে এমিলিয়ানো মার্তিনেজের ২০ হাজার পাউন্ডেরও বেশি খরচ করতে হয়েছে। এই ধরণের কুকুর মার্কিন নৌবাহিনীতে ব্যবহার করা হত।
ডেইলি স্টার জানিয়েছে, এই কুকুরের ওজন ৩০ কেজি। এই কুকুরটিও মার্কিন নৌবাহিনীতে ব্যবহার করা হয়েছিল। এমিলিয়ানো মার্তিনেজ ছাড়াও টটেনহামের হুগো লরিস, সাবেক তারকা অ্যাশলে কোলেরও এমন কুকুর রয়েছে।