চলতি মৌসুমে লিগ ওয়ানে প্রথমবারের মত হেরেছে প্যারিস সেইন্ট জার্মেইন। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেনসের বিপক্ষে ৩-১ গোলে পরাজিত হয়েছে পিএসজি।
লিওনেল মেসি খেলেনি এই ম্যাচে। তিনি এখনও আসেননি পিএসিজতে। নেইমার জুনিয়র খেলেনি নিষেধাজ্ঞার কারণে। তবে এমবাপ্পে থাকলেও ম্যাচে হেরেছিল পিএসজি।
এই ম্যাচে তিনটি গোল হজম করেছে পিএসজি। আর ম্যাচের পর পিএসজির দুই ডিফেন্ডার মার্কুইনহোস এবং রামোসের চরম সমালোচনা করেছে ফ্রান্সের গনমাধ্যম এলইকুইপ।
ম্যাচের পর পিএসজি কোচ গালটিয়ের বলেছেন, “এমন নয় যে, এই হার আমাকে বিরক্ত করেছে। কিন্তু যেভাবে আমরা গোল হজম করেছি, বিশেষ করে প্রথমটা সেটা বিরক্তিকর। আমরা আমাদের পজিশনকে সম্মান করতে পারিনি এবং এরপর দ্বিতীয় গোলটি হজম করেছি। এই প্রথমবারের মত আমার দলকে এত অগোছালো দেখলাম।”
এই ম্যাচের পর সার্জিও রামোসকে মাত্র ৩ রেটিংস দিয়েছে এলইকুইপ। একই সঙ্গে রামোসের ভবিষ্যতের উপর প্রশ্নবোধক চিহ্ন একে দিয়েছে তারা।