অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকায় খেলার সুযোগ এসেছিল পালমেইরাসের তরুণ ব্রাজিলিয়ান তারকা এন্ড্রিকের। চলতি মাসেই অনুষ্ঠিত হবে এই কোপা আমেরিকা।
ব্রাজিল ফুটবল ফেডারেশন এন্ড্রিককে এই টুর্নামেন্টে রাখতে চেয়েছিল। কিন্তু পালমেইরাস সিবিএফের কাছে অনুরোধ করেছে তাকে না রাখার জন্য। পালমেইরাস তাকে ক্লাবেই রাখতে চায়।
আগামী মৌসুমে পালমেইরাসের মূল দলেই খেলবেন এন্ড্রিকে। লিগ শুরুর পূর্বে পালমেইরাস বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে এবং পালমেইরাস চাচ্ছে সেসব ম্যাচে এন্ড্রিককে খেলানোর জন্য।
পালমেইরাসের এমন সিদ্ধান্তে সহমত জানিয়েছে রিয়াল মাদ্রিদ। তারা কিছুদিন পূর্বেই কিনেছে এন্ড্রিককে। পালমেইরাসের সিদ্ধান্ত মেনে নিয়েছে সিবিএফ।