ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকা আর্সেনাল এবং পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা নিউক্যাসল ইউনাইটেড।
আর্সেনালের মাটিতে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই ম্যাচটি। সরাসরি দেখা যাবে বাংলাদেশ সময় রাত ১:৪৫ মিনিটে।
১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। শিরোপার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছে তারা। এই লড়াইয়ে আরও এগিয়ে যাওয়ার জন্য নিউক্যাসলের মত শক্তিশালী দলকে হারানোটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আর্সেনালের জন্য।
অন্যদিকে নিউক্যাসল হয়তো এই মৌসুমে শিরোপার আশা করছে না, কিন্তু তারা লড়াই করছে শীর্ষ চারে থাকার জন্য যাতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারে। সেজন্য এই ম্যাচে তাদেরও জয় প্রয়োজন।
এই দুই লড়াইয়ের পার্থক্য গড়ে দিতে পারে নিউক্যাসলের মাঝমাঠের দুই তারকা জুয়েলিংটন এবং ব্রুনো গুইমারেস। দুজনেই নিউক্যাসলের প্রান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং দলটির মাঝমাঠ নিয়ন্ত্রন করে তারা দুজনেই।
আর্সেনালের এই ম্যাচে কার্যকর ভূমিকা পালন করতে হবে মার্টিন ওডেগার্ড এবং মার্তিনেল্লির। মিডফিল্ডার ওডেগার্ড চলতি মৌসুমে অবিশ্বাস্য পারফর্ম করছেন। আর মার্তিনেল্লি আর্সেনালের আক্রমন ভাগের প্রতিষ্ঠিত একজন সদস্য। ম্যাচে জেতার জন্য তাদের জ্বলে উঠারও বিকল্প নেই।