কোপা ডেল রের ম্যাচ। তাই বেশ কিছু প্লেয়ারকে বিশ্রামে দিয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ আনচেলোত্তি। ভিনিসিয়াস, বেনজামা, মড্রিচ, ক্রুস, কার্বাহাল, মেন্ডি, কর্তোয়া সবাই ছিল স্কোয়াডের বাইরে।
তবে বাকিদের নিয়েও জয় পেতে সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদের। ব্রাজিলিয়ান তরুণ রোদ্রিগোর দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।
রাউন্ড অব ৩২ এর এই ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল কাসেরেনো। ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে ১-০ গোলে। ম্যাচের ৬৯ মিনিটে রোদ্রিগো দুর্দান্ত নৈপুন্যে গোলটি করেন।
কোপা ডেল রের রাউন্ড অব ৩২ এ গতরাতে আরও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেইসব ম্যাচে সেল্টা ভিগো, গেতাফে এলচেম রায়ো ভালেকানো হেরে বিদায় নিয়েছে।