ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে তৃতীয়বারের মত পয়েন্ট হারালো জায়ান্ট আর্সেনাল। আগের ১৬ ম্যাচে একটি হার ও একটি ড্রয়ের পর গতরাতে ১৭তম ম্যাচে ড্র করেছে তারা।
গতরাতে আর্সেনালের প্রতিপক্ষ ছিল শক্তিশালী নিউক্যাসল ইউনাইটেড। পয়েন্ট টেবিলের উপরের সাড়িতে থাকা এই দুটি দলের লড়াইয়ে কেউই গোল করতে পারেনি।
ম্যাচে আর্সেনাল মোট ১৭টি শট নিয়েছিল। কিন্তু অন টার্গেটে ছিল মাত্র ৪টি। অন্যদিকে নিউক্যাসল শট নিতে পেরেছিল ৮টি এবং টার্গেটে ছিল মাত্র একটি।
তবে নিজেদের মাঠে অনেক দিন পর পয়েন্ট হারালো আর্সেনাল। সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে এই প্রথম তারা নিজেদের মাঠে পয়েন্ট হারালো। সেই সঙ্গে নিউক্যাসলও টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল প্রিমিয়ার লিগে। তারা ৯টি জিতেছে এবং ড্র করেছে ৬টি।
এই ম্যাচের পর ১৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ এখন ৪৪ পয়েন্ট। নিউক্যাসল ১৮ ম্যাচে সংগ্রহ করেছে ৩৫ পয়েন্ট। তারা আছে তালিকার তিনে। ম্যানসিটি ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।