ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠার হাতছানি এখন ম্যানইউর সামনে। গতরাতে বোর্নমাউথের বিপক্ষে পাওয়া জয় তাদের এই সুযোগ এনে দিয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতরাতে নিজেদের মাঠে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমেছিল ম্যানইউ। এই ম্যাচে ৩-০ গোলে জিতেছে অলরেডরা। এই জয়ে তাদের অবস্থান এখন চারে।
ম্যানইউর হয়ে গোল তিনটি করেন ক্যাসমিরো, লুক শ এবং রাশফোর্ড। ম্যাচের ২৩ মিনিটে ক্যাসমিরো গোল করে এগিয়ে দেন ম্যানইউকে। ৪৯ মিনিটে লুক শ গোল করে ব্যবধান দ্বিগুন করেন এবং ৮৬ মিনিটে রাশফোর্ড গোল করে জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে রইল ম্যানইউ। তবে তাদের পয়েন্ট তিনে থাকা নিউক্যাসলের সমান। নিউক্যাসল একটি ম্যাচ বেশি খেলেছে। তাই ম্যানইউ কম খেলা এই ম্যাচটি জিততে পারলে কিংবা ড্র করলেও পেছনে ফেলবে নিউক্যাসলকে।