রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:২৯ অপরাহ্ন

এক ক্যাসমিরো পাল্টে দিয়েছে পুরো ম্যানইউকে

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩
  • ৩৮৭৮ এই মুহুর্তে
  • শেয়ার করুন

দেয়ালটা যতই মজবুত হোক, যদি সেটার কোন সাপোর্ট না থাকে তাহলে সেই দেয়ালও শক্ত আঘাতে ভেঙে যেতে পারে। ম্যানইউর অবস্থা ছিল ঠিক তেমনটাই।

ম্যানইউর সব ঠিক ছিল। গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ড, আক্রমন ভাগ, সবই ছিল ঠিক। কিন্তু ডিফেন্স নামক যে দেয়াল সেটার সামনে কোন সাপোর্টেরই অভাব ছিল।

সেই সাপোর্টটাই এখন দিচ্ছেন ক্যাসমিরো। আর এক ক্যাসমিরোতেই পুরো পাল্টে গেছে ম্যানচেষ্টার ইউনাইটেড। এখন বড় বড় দলগুলোকেও তারা হারাচ্ছে অনায়াসেই।

এরিক টেন হাগের ম্যানইউ সর্বশেষ ম্যাচে ম্যানচেষ্টার সিটিকেও ২-১ গোলে হারিয়েছে। এই ম্যাচে ম্যানসিটির চেয়ে বেশি ভালো ফুটবল উপহার দিয়েছিল ইউনাইটেডই।

ম্যাচে ম্যানচেষ্টার সিটির আক্রমনগুলো বার বার ব্যর্থ করে দিচ্ছিলেন ক্যাসমিরো। একই সঙ্গে আক্রমনের যোগানও আসছিল তার পা থেকে। আর এই সাপোর্টটাই যেন এতদিন মিস করছিল প্রিমিয়ার লিগের এই জায়ান্ট ক্লাবটি।

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

ডি ককের ৪৩ বলে সেঞ্চুরি, হেনরিকসের ব্যাটিং তান্ডবে রেকর্ড রানও টপকে গেল দক্ষিণ আফ্রিকা

জনসন চার্লসের ৩৯ বলে সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান