বিশ্বকাপের পূর্বে ক্লাবে দুর্দান্ত পারফর্ম করছিলেন নেইমার জুনিয়র। পিএসজির সেরা পারফর্মারই ছিলেন তিনি। গোল এবং অ্যাসিস্টের ফুল ফোটাচ্ছিলেন ম্যাচের পর ম্যাচ।
কিন্তু বিশ্বকাপের পর ক্লাবে ফিরে এখনও আগের ছন্দে ফিরতে পারেনি নেইমার। শুধু কি তাই? বিশ্বকাপের পূর্বে নেইমার যে পারফর্ম করেছেন, তার অর্ধেকও যেন হচ্ছে না এখন।
নেইমারের ফর্মের এই অবনতির জন্য বিশ্বকাপ চলাকালে নেইমার যে ইনজুরিতে পরেছিলেন, সেই ইনজুরিকেই কারণ হিসেবে দেখছে পিএসজি। এই ইনজুরির কারণেই নেইমার আগের মত পারফর্ম করতে পারছে না।
লিগ ম্যাচ কিংবা কাপের ম্যাচে নেইমারকে হযতো খুব একটা দরকার নেই পিএসজির। নেইমার না থাকলেও এসব ম্যাচে পিএসজি জিতে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে চ্যাম্পিয়নস লিগে।
পিএসজির এবারের বাধার নাম বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের বিপক্ষে মাঠে নামার আগে নেইমার যদি সেরা ফর্মে না ফিরে তাহলেই তো সমস্যা। আর সেটারই ভয় পাচ্ছে পিএসজি।