ইন্টার মিলানের সভাপতির সঙ্গে একচোট হয়ে গিয়েছিল পিএসজি সভাপতি খেলাইফির। গত সামারে স্ক্রিনিয়ারকে কেনা নিয়ে দুই ক্লাবের মধ্যে বেশ লড়াই হয়েছিল।
স্ক্রিনিয়ারকে কিনতে মরিয়া ছিল পিএসজি। তারা স্ক্রিনিয়ারের জন্য ৬০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছিল। কিন্তু ইন্টার মিলান বিক্রি করতে রাজি না হওয়ায় রেগে গিয়েছিলেন খেলাইফি।
গনমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, খেলাইফি নাকি পিএসজি সভাপতিকে বলেছিল, যেভাবেই হোক, স্ক্রিনিয়ারকে তিনি দলে নিবেনই।
খেলাইফি হয়তো তার চেষ্টায় সফল হতে যাচ্ছে। স্ক্রিনিয়ার পিএসজিতে আসতে রাজি হয়েছে এবং সে ইন্টারের সঙ্গে নতুন চুক্তি করবে না বলেই জানিয়েছে।
তার সঙ্গে ইন্টারের চুক্তি আছে সামনে সামার পর্যন্তই। তাই এই মুহূর্তে যদি তারা স্ক্রিনিয়ারকে বিক্রি না করে তাহলে আগামী সামারে ছাড়তে হবে ফ্রিতেই। কেননা, এই ডিফেন্ডার পিএসজিতে আসতে রাজি হয়েছে।
গত সামারে যাকে কিনতে ৬০ মিলিয়ন অফার করেছিল, সেই ডিফেন্ডারকে জানুয়ারীতে হয়তো ১৫-২০ মিলিয়ন ইউরোতেই পাবে পিএসজি।