স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসেই যেন বেশি বিপাকে পরে গেল। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ আসছে আর প্লেয়াররা ইনজুরিতে পরছে।
রিয়াল মাদ্রিদের সামনে এখন দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। তারমধ্যে একটি হচ্ছে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল এবং অন্যটি লা লিগার ম্যাচ।
কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে শক্তিশালী অ্যাতলেটিকো মাদ্রিদ। আর লা লিগায় পরের ম্যাচটাই শক্তিশালী রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।
এই দুটি ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদ পাবে না দলের অন্যতম সেরা তারকাকে। তারা হচ্ছে, দুই রাইটব্যাক কার্বাহাল এবং লুকাস ভাসকেজ। সঙ্গে মিডফিল্ডার শুয়েমিনি এবং আক্রমন ভাগের হ্যাজার্ডকে পাবে না রিয়াল মাদ্রিদ।
এরমধ্যে হ্যাজার্ডের অভাব হয়তো অনুভব করবে না রিয়াল মাদ্রিদ। তবে রাইটব্যাকে ভাসকেজের অভাব কিংবা মিডফিল্ডে শুয়েমিনির অভাব অনুভব করতেই পারে রিয়াল মাদ্রিদ।