সৌদি সুপার কাপের সেমিফাইনালে আজকে মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসের এবং আল ইত্তিহাদ। এই ম্যাচে রোনালদোর আল নাসেরকে হারিয়ে ফাইনালে পৌছে গেছে আল ইত্তিহাদ।
সৌদি আরবের ক্লাবটিতে যাওয়ার পর এটা ছিল আল নাসেরের হয়ে রোনালদোর দ্বিতীয় ম্যাচ। আর দ্বিতীয় ম্যাচেই দলের বিপর্যয় দেখলেন রোনালদো।
সৌদি সুপার লিগের এই ম্যাচের মাত্র ১৫ মিনিটেই ব্রাজিলিয়ান ফুটবলার রোমারিনহোর গোলে এগিয়ে যায় আল ইত্তিহাদ। ৪৩ মিনিটে হাদাল্লাহার গোলে লিড বাড়ে তাদের।
তবে বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটে তালিস্কা গোল করে আল নাসেরকে খেলায় ফেরান। একটি গোল পরিশোধ করতে পারলেও দ্বিতীয় গোলটি আর পরিশোধ করতে পারেনি রোনালদোরা। উল্টো ম্যাচের ৯৩ মিনিটে আল সানকিটি গোল করে আল ইত্তিহাদের গোল ব্যবধান আরও বাড়ায়। ফলে বড় হার নিয়েই মাঠ ছাড়ে তারা।