গোলের হ্যাটট্রিক হয়, আউটের হ্যাটট্রিক হয়, বাউন্ডারির হ্যাটট্রিক হয়, কিন্তু বিদায়েরও যে হ্যাটট্রিক হয় সেটা এবার দেখা গেল ল্যাতিনের অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে।
অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার এই টুর্নামেন্টে যারা গ্রুপ পর্বে বিদায় নিয়েছে, তারা প্রত্যেকেই একই সঙ্গে তিনটি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।
তবে এই দলগুলোর মধ্যে আলোচিত হচ্ছে আর্জেন্টিনা। কেননা, এই দলটিতে এবার বেশ কিছু দুর্দান্ত প্লেয়ার ছিল যারা ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে রয়েছে। তাই তাদের নিয়ে বেশ উচ্ছাসা ছিল ভক্তদের।
যারা এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, তারা তো এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেই, একই সঙ্গে আগামী অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ এবং প্যানআমেরিকান গেমস থেকেও ছিটকে গেছে।