ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার ভিটর রোক একের পর এক ম্যাচে গোল করেই যাচ্ছেন। গ্রুপ পর্বে তিনটি গোল করার পর আজকে ফাইনাল গ্রুপ পর্বেও প্রথম ম্যাচে করেছেন জোড়া গোল।
গ্রুপ পর্বে প্রথম দুটি ম্যাচেই গোল করেছিলেন ভিটর রোক। প্রথম ম্যাচে জোড়া গোলের পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন একটি গোল। দুই ম্যাচ শেষেই ফাইনাল রাউন্ড নিশ্চিত হওয়ায় পরের দুটি ম্যাচে আর তাকে একাদশে রাখেনি কোচ। যদিও নেমেছিলেন বদলি হয়ে, তবে বদলি হয়ে নেমে আর গোল করতে পারেননি।
তবে ফাইনাল পর্বের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে একাদশে ফিরেছেন এবং জোড়া গোলের দেখাও পেয়েছেন। আজকে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলের জয়ে প্রথম দুটি গোলই ছিল তার।
সব মিলিয়ে এবারের আসরে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনিই। আসরে ৫টি গোল করে সবার উপরে আছেন এই ব্রাজিলিয়ান তরুণ।