ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে দুর্দান্ত খেলছে ম্যানচেষ্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে তারা। ২০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৯।
পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। তাদের সংগ্রহ ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট। ম্যানইউর থেকে এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট বেশি তাদের।
এমন অবস্থায় ম্যানইউর লিগ শিরোপা জেতা এমনিতেই কঠিন হবে। তার উপর এবার তারা হারিয়েছে এরিকসেনকে। আর এই কারণে এবার তাদের লিগ জেতা অসম্ভব বলে মন্তব্য করেছেন কারাগার।
ক্রিশ্চিয়ান এরিকসেন এবার ম্যানইউর মিডফিল্ডের অন্যতম সেরা তারকা ছিলেন। ব্রুনো এবং ক্যাসমিরোর সঙ্গে বেশ মানিয়ে নিয়েছিলেন এনিরকেসন। কিন্তু এখন এরিকসেন না থাকায় সেখানে অন্য আরেকজনকে তৈরি করতে হবে। সে হতে পারে সাবিটজার।
তবে এরিকসেনের অভাব ম্যানইউকে ভোগাবে বলে মন্তব্য কারাগারের। তিনি বলেন, “এরিকসেনকে হারানোটা বেশ ক্ষতির কারণ হল ম্যানইউর জন্য। এই মৌসুমে ম্যানইউর মিডফিল্ড ছিল দুর্দান্ত। এরিকসেন, ব্রুনো এবং ক্যাসমিরো মিলে দুর্দান্ত মিডফিল্ড তৈরি করেছিল।
“ম্যানইউর এই ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ছিল এই ত্রয়ীর অবদান। সুতরাং এটা নিশ্চিত ভাবেই একটি ক্ষতি। এখানে ফ্রেড, ম্যাকটুমিনি আছে। কিন্তু সত্যি বলতে তাদের নিয়ে এতটা ভরসাও করা যায় না।
“আমি মনেকরি তারা লিগ শিরোপা জিতবে না। আমি মনেকরি তারা শীর্ষ চারের থেকেও পিছিয়ে যেতে পারে। যদি সেটা হয় তাহলে তাদের জন্য খুবই খারাপ একটা ফলাফল হবে।”