রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:০০ অপরাহ্ন

ম্যানইউ এই মৌসুমে শিরোপা জিতবে না

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৪৯৬ এই মুহুর্তে
  • শেয়ার করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের আসরে দুর্দান্ত খেলছে ম্যানচেষ্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে তারা। ২০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৯।

পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্সেনাল। তাদের সংগ্রহ ১৯ ম্যাচে ৫০ পয়েন্ট। ম্যানইউর থেকে এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট বেশি তাদের।

এমন অবস্থায় ম্যানইউর লিগ শিরোপা জেতা এমনিতেই কঠিন হবে। তার উপর এবার তারা হারিয়েছে এরিকসেনকে। আর এই কারণে এবার তাদের লিগ জেতা অসম্ভব বলে মন্তব্য করেছেন কারাগার।

ক্রিশ্চিয়ান এরিকসেন এবার ম্যানইউর মিডফিল্ডের অন্যতম সেরা তারকা ছিলেন। ব্রুনো এবং ক্যাসমিরোর সঙ্গে বেশ মানিয়ে নিয়েছিলেন এনিরকেসন। কিন্তু এখন এরিকসেন না থাকায় সেখানে অন্য আরেকজনকে তৈরি করতে হবে। সে হতে পারে সাবিটজার।

তবে এরিকসেনের অভাব ম্যানইউকে ভোগাবে বলে মন্তব্য কারাগারের। তিনি বলেন, “এরিকসেনকে হারানোটা বেশ ক্ষতির কারণ হল ম্যানইউর জন্য। এই মৌসুমে ম্যানইউর মিডফিল্ড ছিল দুর্দান্ত। এরিকসেন, ব্রুনো এবং ক্যাসমিরো মিলে দুর্দান্ত মিডফিল্ড তৈরি করেছিল।

“ম্যানইউর এই ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ছিল এই ত্রয়ীর অবদান। সুতরাং এটা নিশ্চিত ভাবেই একটি ক্ষতি। এখানে ফ্রেড, ম্যাকটুমিনি আছে। কিন্তু সত্যি বলতে তাদের নিয়ে এতটা ভরসাও করা যায় না।

“আমি মনেকরি তারা লিগ শিরোপা জিতবে না। আমি মনেকরি তারা শীর্ষ চারের থেকেও পিছিয়ে যেতে পারে। যদি সেটা হয় তাহলে তাদের জন্য খুবই খারাপ একটা ফলাফল হবে।”

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান

মেসির খুশিটাই চাওয়া রোনালদিনহোর

ভিনিসিয়াসের গোল বাতিল, ক্যাসমিরোর গোল, বাকিটা সময় ছন্নছাড়া