স্প্যানিশ লা লিগায় আগামীকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচ দিয়ে আবারও ফিরতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার শুয়েমিনি।
ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। আর তার অনুপুস্থিতিতে তার অভাব খুব ভালো ভাবেই টের পেয়েছিল রিয়াল মাদ্রিদ।
শুয়েমিনি ছাড়াও ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের স্কোয়াডে ফিরেছেন রাইটব্যাক কার্বাহাল। তাদের উভয়েরই এই ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।
স্প্যানিশ গনমাধ্যমগুলো জানিয়েছে, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে রিয়ালের মাঝমাঠে দেখা যেতে পারে শুয়েমিনি, সেবায়েস এবং মড্রিচকে।