ফ্রান্সের লিগ ওয়ানে আজ রাতে মাঠে নেমেছে জায়ান্ট পিএসজি। এই ম্যাচে তারা মুখোমুখি হয়েছে মন্টপিলিয়ের বিপক্ষে। এই ম্যাচেই জোড়া পেনাল্টি মিস করেছেন এমবাপ্পে।
নেইমার জুনিয়র, লিওনেল মেসি, সার্জিও রামোসের মত পেনাল্টি স্পেশালিষ্টরা থাকার পরও পিএসজির নাম্বার ওয়ান পেনাল্টি টেকার দেওয়া হয়েছে এমবাপ্পেকে। সেই এমবাপ্পে আজকে মিস করলেন সহজ সুযোগ।
ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় পিএসজি। কিন্তু পেনাল্টি নিতে এসে সেটা মিস করেন এমবাপ্পে। অবশ্য এমবাপ্পের ভাগ্যটা এখানে ভালো যে গোলকিপারের ভুলের কারণে আবারও পেনাল্টি মারার সুযোগ আসে তার কাছে।
কিন্তু দ্বিতীয়বারেও সুযোগ পেয়ে সেটা হারালেন তিনি। তার পেনাল্টি গোলকিপারকে পরাস্ত করলেও বারপোস্টে প্রতিহত হয়। এরপরও সুযোগ ছিল এমবাপ্পের। বারপোস্টে লেগে বল আবার চলে আসে এমবাপ্পের কাছেই। কিন্তু সেখানেও মিস করেন ফ্রান্সের এই ফুটবলার।