ইংলিশ কারাবাও কাপের ফাইনালে দ্বিতীয় দল হিসেবে খেলা নিশ্চিত করল ইংলিশ জায়ান্ট ম্যানচেষ্টার ইউনাইটেড। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে তারা নটিংহাম ফরেস্টকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল খেলা।
দুই লেগের এই সেমিফাইনালের প্রথম লেগ শেষেই ম্যানইউর ফাইনালে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। গতরাতে দ্বিতীয় লেগের ম্যাচে সেটারই যেন আনুষ্ঠানিকতা শেষ হল।
প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর গতরাতে ২-০ গোলে জিতেছে ম্যানইউ। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে এগিয়ে থেকে ফাইনালে উঠে এরিক টেন হাগের দলটি।
ম্যানইউর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের এই ম্যাচে দুটি গোলই আসে বিরতির পর। ম্যাচের ৭৩ মিনিটে মার্শিয়ালের গোলে এগিয়ে যাওয়ার তিন মিনিট পর ফ্রেড গোল করে ম্যানইউর জয় এনে দেন।