আক্রমন ভাগের প্লেয়ারের কমতি নেই পিএসজিতে। মেসি, নেইমার, এমবাপ্পে রয়েছে সেখানে। তাদের জন্য অন্য যেকোন প্লেয়ারের খেলাটা স্বাভাবিক ভাবেই কঠিন।
তবে তারা কেউই পিওর নাম্বার নাইন নয়। এই নাম্বার নাইনের জন্যই বেশ মরিয়া এখন পিএসজি। গত সামারেও তারা চেয়েছিল লেভানদস্কিকে কিনতে। কিন্তু হয়েছিল ব্যর্থ।
অথচ কিলার নাম্বার নাইন তাদের ঘরেই ছিল। কিন্তু অবহেলায় আর অযত্নে তাকে হারিয়েছে পিএসজি। এই নাম্বার নাইনের নাম এরিক চোপো মটিং।
মটিং পিএসজিতে ছিল। কিন্তু পিএসজি তাকে ঠিকমত খেলার সুযোগই দেয়নি। ম্যাচে টাইম না পেয়ে সে পাড়ি জমায় বায়ার্নে। সেখানে গিয়ে ধীরে ধীরে নিজেকে মেলে ধরেন এই স্ট্রাইকার।
আর গত সামারে লেভানদস্কি ছাড়ার পর তো এখন বায়ার্নের সেরা স্ট্রাইকার সে। গোলের পর গোল করেই যাচ্ছেন তিনি। প্রতিটা ম্যাচেই গোল অ্যাসিস্ট থাকছেই তার।
চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১৩টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। তারমধ্যে ডিএফবি পোকালে ৩টি গোল, দুটি অ্যাসিস্ট, লিগে ৭টি গোল, ২টি অ্যাসিস্ট এবং চ্যাম্পিয়নস লিগে তিনটি গোল করেছেন।