রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:২৫ অপরাহ্ন

বায়ার্নে গিয়ে বিধ্বংসী মটিং জায়গা নিল লেভানদস্কির, অবহেলা করেছিল পিএসজি

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৭৮ এই মুহুর্তে
  • শেয়ার করুন

আক্রমন ভাগের প্লেয়ারের কমতি নেই পিএসজিতে। মেসি, নেইমার, এমবাপ্পে রয়েছে সেখানে। তাদের জন্য অন্য যেকোন প্লেয়ারের খেলাটা স্বাভাবিক ভাবেই কঠিন।

তবে তারা কেউই পিওর নাম্বার নাইন নয়। এই নাম্বার নাইনের জন্যই বেশ মরিয়া এখন পিএসজি। গত সামারেও তারা চেয়েছিল লেভানদস্কিকে কিনতে। কিন্তু হয়েছিল ব্যর্থ।

অথচ কিলার নাম্বার নাইন তাদের ঘরেই ছিল। কিন্তু অবহেলায় আর অযত্নে তাকে হারিয়েছে পিএসজি। এই নাম্বার নাইনের নাম এরিক চোপো মটিং।

মটিং পিএসজিতে ছিল। কিন্তু পিএসজি তাকে ঠিকমত খেলার সুযোগই দেয়নি। ম্যাচে টাইম না পেয়ে সে পাড়ি জমায় বায়ার্নে। সেখানে গিয়ে ধীরে ধীরে নিজেকে মেলে ধরেন এই স্ট্রাইকার।

আর গত সামারে লেভানদস্কি ছাড়ার পর তো এখন বায়ার্নের সেরা স্ট্রাইকার সে। গোলের পর গোল করেই যাচ্ছেন তিনি। প্রতিটা ম্যাচেই গোল অ্যাসিস্ট থাকছেই তার।

চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১৩টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন। তারমধ্যে ডিএফবি পোকালে ৩টি গোল, দুটি অ্যাসিস্ট, লিগে ৭টি গোল, ২টি অ্যাসিস্ট এবং চ্যাম্পিয়নস লিগে তিনটি গোল করেছেন।

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

ডি ককের ৪৩ বলে সেঞ্চুরি, হেনরিকসের ব্যাটিং তান্ডবে রেকর্ড রানও টপকে গেল দক্ষিণ আফ্রিকা

জনসন চার্লসের ৩৯ বলে সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান