সৌদি প্রো লিগে আজকে মাঠে নেমেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসের। ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল আল ফাতেহ। ম্যাচের বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা রয়েছে।
ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন ক্লাবে গিয়ে আজকে তৃতীয়বারের মত মাঠে নেমেছেন। এরমধ্যে এখনও তিনি পাননি গোলের দেখা। যদিও আজকে সুযোগ এসেছিল গোলের। কিন্তু হতাশ হতে হয়েছিল তাকে।
ম্যাচের ১২ মিনিটেই ক্রিশ্চিয়ান টেল্লোর গোলে এগিয়ে যায় আল ফাতেহ। এই গোলটি ম্যাচের ৪২ মিনিটে শোধ করে আল নাসের। ব্রাজিলিয়ান স্ট্রাইকার তালিস্কা গোল করে সমতায় ফেরান আল নাসেরকে।
এই গোলের কিছুসময় পরই গোলের সুযোগ আসে রোনালদোর সামনে। তবে পর্তুগীজ এই তারকার শট বারপোস্টে প্রতিহত হলে গোলবঞ্চিত হয় আল নাসের।