ফ্রেঞ্চ লিগ ওয়ানে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট পিএসজি। তুলুসের বিপক্ষে এই ম্যাচটি খেলবে তারা নিজেদের মাঠে। বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
তবে এই ম্যাচে পিএসজি পাবে না দলের আক্রমন ভাগের নির্ভরযোগ্য দুই তারকা নেইমার এবং কিলিয়ান এমবাপ্পেকে। দুজনেই ইনজুরির কারণে খেলতে পারবেন না ম্যাচে।
এছাড়া এই ইনজুরির কারণে আরেক তারকা সার্জিও রামোসকেও পাবে না পিএসজি। তাদের তিনজনকে ছাড়াই আগামী ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি কোচ।
নেইমার এবং এমবাপ্পে না থাকায় এখন পিএসজির আক্রমন ভাগের মূল দায়িত্ব থাকছে লিওনেল মেসির উপর। কোচ গালটিয়েরের বিশ্বাস, মেসি এই ম্যাচে আক্রমন ভাগের অন্য দুই তারকার অভাব পূরন করতে পারবেন।