রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:০২ অপরাহ্ন

এমবাপ্পে এবং নেইমারকে ছাড়াই পিএসজির স্কোয়াড ঘোষণা

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২১০ এই মুহুর্তে
  • শেয়ার করুন

ফ্রেঞ্চ লিগ ওয়ানে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে জায়ান্ট পিএসজি। তুলুসের বিপক্ষে এই ম্যাচটি খেলবে তারা নিজেদের মাঠে। বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

তবে এই ম্যাচে পিএসজি পাবে না দলের আক্রমন ভাগের নির্ভরযোগ্য দুই তারকা নেইমার এবং কিলিয়ান এমবাপ্পেকে। দুজনেই ইনজুরির কারণে খেলতে পারবেন না ম্যাচে।

এছাড়া এই ইনজুরির কারণে আরেক তারকা সার্জিও রামোসকেও পাবে না পিএসজি। তাদের তিনজনকে ছাড়াই আগামী ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি কোচ।

নেইমার এবং এমবাপ্পে না থাকায় এখন পিএসজির আক্রমন ভাগের মূল দায়িত্ব থাকছে লিওনেল মেসির উপর। কোচ গালটিয়েরের বিশ্বাস, মেসি এই ম্যাচে আক্রমন ভাগের অন্য দুই তারকার অভাব পূরন করতে পারবেন।

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

ডি ককের ৪৩ বলে সেঞ্চুরি, হেনরিকসের ব্যাটিং তান্ডবে রেকর্ড রানও টপকে গেল দক্ষিণ আফ্রিকা

জনসন চার্লসের ৩৯ বলে সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান