ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যাওয়ার পর অবশেষে গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজকে আল ফাতেহর বিপক্ষে আল নাসেরের হয়ে একটি গোল করেছেন তিনি।
সৌদি প্রো লিগে আজকে মাঠে নেমেছিল আল নাসের। আল ফাতেহর বিপক্ষে এই ম্যাচটি ছিল রোনালদোর নতুন ক্লাবে তৃতীয় ম্যাচ। এই ম্যাচে তার গোলে হার এড়িয়েছে ক্লাবটি।
ম্যাচের শুরুতেই গোল হজম করেছিল রোনালদোরা। তবে ৪২ মিনিটে তালিস্কার গোলে সমতায় ফিরেই বিরতিতে যায় আল নাসের। অবশ্য এগিয়েও যেতে পারত তারা, যদি রোনালদোর শট বারপোস্টে প্রতিহত না হত।
বিরতি থেকে ফিরে ফের গোল হজম করে আল নাসের। একটা সময় যখন আল নাসেরের নিশ্চিত হার মনে হচ্ছিল তখনই পেনাল্টি পায় দলটি এবং সেখান থেকে গোল করে আল নাসেরকে সমতায় ফেরান রোনালদো। শেষ পর্যন্ত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।