স্প্যানিশ ক্লাব বার্সালোনা দুজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের উপর নজর রেখেছিল। অবশ্য এই দুজনই ছিল তরুণ স্ট্রাইকার। তারমধ্যে একজনকে কিনেছে রিয়াল মাদ্রিদ। বাকি আছে আরেকজন।
বলা হচ্ছে এন্ড্রিক এবং ভিটর রোকের কথা। এন্ড্রিককে কেনার জন্য চেষ্টা করেছিল বার্সালোনা। জাভি নিজেও কথা বলেছিল এন্ড্রিকের সঙ্গে। কিন্তু কাজ হয়নি। এই ফুটবলার বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদকে।
এখন ব্রাজিলের আরেক তরুণ স্ট্রাইকার ভিটর রোকের দিকে নজর বার্সালোনার। সেই প্লেয়ার সাম্প্রতিক সময়ে এতটাই ভালো করছে যে তাকে নিয়েও এখন চিন্তায় বার্সালোনা।
ভিটর রোক দুর্দান্ত ছন্দে আছে এবার অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকাতে। সেখানে গোলের পর গোল করেই যাচ্ছেন তিনি। এই পারফর্মেন্সের কারণে বার্সার ভয়, অন্য কোন ক্লাব হয়তো তাকে কিনে নিয়ে যেতে পারে।
বার্সালোনা তাই চাচ্ছে দ্রুতই এই তারকাকে কেনার জন্য। সেজন্য আলোচনায় বসতে চাচ্ছে তারা। বার্সালোনা জানে ভিটরের বেতন কমই হবে। কিন্তু সমস্যা হল তার ট্রান্সফার ফি। যে পারফর্ম সে করছে, তাতে তার ক্লাব বড় দাম চাইতে পারে।
বার্সালোনা বেশি দামে কিনতে না পারলেও বেমি দামে কেনার মত ক্লাবের অভাব নেই। বার্সালোনা এখন সেই ভয়টাই পাচ্ছে।