ডিফেন্সিভ মিডফিল্ডারদের আসল কাজই থাকে নিজেদের ডিফেন্ডারদের সহায়তা করা। এই কাজটা সঠিক ভাবে করার সঙ্গে সঙ্গে তারা যদি আরও কিছু করে তাহলে সেটা বোনাস।
কিন্তু সেই বোনাসের পরিমানটা এত বেশি হয়ে যাচ্ছে আন্দ্রে সান্তোসের, যে প্রতিপক্ষ কোচ হয়তো ভাবতেই পারেন, ব্রাজিল কোচ তাদের ধোকা দিচ্ছে।
ব্রাজিল অনূর্ধ্ব ২০ দলের ডিফেন্সিভ মিডফিল্ডার, যাকে নতুন ক্যাসমিরো নামে ডাকা হয়, সেই আন্দ্রে সান্তোস এবারের কোপা আমেরিকায় গোলের পর গোল করেই যাচ্ছেন। স্ট্রাইকারদের সঙ্গে পাল্লা দিয়ে গোল করছেন।
এবারের আসরে সবচেয়ে বেশি ৬টি গোল করেছেন ব্রাজিলের স্ট্রাইকার ভিটর রোক। আর দ্বিতীয় সর্বোচ্চ গোল আন্দ্রে সান্তোসের-৫টি।
একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে প্রতিটা ম্যাচেই গোল পাচ্ছৈন আন্দ্রে সান্তোস। একজন স্ট্রাইকারও তো এতটা নিয়মিত গোল করতে পারে না। তাই প্রতিপক্ষ কোচরা যেখানে স্ট্রাইকারদের আটকানোর জন্য কৌশল সাজায় সেখানে এখন এই সান্তোসকেও আটকানোর জন্য কৌশল সাজাতে হচ্ছে।
প্রতিপক্ষ কোচরা তাই ভাবতেই পারে, ব্রাজিল কোচ ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে একজন স্ট্রাইকার নামিয়ে দিয়েছে।