অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার এবারের আসরে সর্বোচ্চ গোলদাতাদের যে তালিকা সেখানে রাজত্ব করছে ব্রাজিলের দুই তারকা। গ্রুপ পর্ব থেকে এখনও পযর্ন্ত তারা দুজনেই আছে শীর্ষ দুটি স্থানে।
এই দুজন হচ্ছেন ভিটর রোক এবং সান্তোস। সবার উপরে আছেন স্ট্রাইকার ভিটর রোক এবং দুই নম্বরে আছে মিডফিল্ডার সান্তোস।
এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৬টি গোল করেছেন স্ট্রাইকার ভিটর রোক। ৫টি গোল করে দ্বিতীয় স্থানে আছেন মিডফিল্ডার আন্দ্রে সান্তোস।
চারটি করে গোল করে তালিকার তৃতীয় স্থানে আছে দুই উরুগুয়ের প্লেয়ার ফেবরিকো দিয়াজ এবং লুসিয়ানো রুদ্রিগুয়েজ। তিনটি করে গোল করেছেন উরুগুয়ের আলভারো, ভেনিজুয়েলার জেসুস আলকুসের এবং কলম্বিয়ার অস্কার কোর্টেস।