লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পরেছিলেন পিএসজির আক্রমন ভাগের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। একই ম্যাচে ইনজুরিতে পরেছিলেন সেন্টারব্যাক সার্জিও রামোস।
এই দুজনের মধ্যে কিলিয়ান এমবাপ্পের ইনজুরি বেশি গুরুতর এমনটাই জানা গেছে। এমবাপ্পের ইনজুরি প্রায় তিন সপ্তাহের জন্য এবং যদি এটা হয় তাহলে তিনি বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচটি মিস করবেন।
তবে বায়ার্ন কোচ নাগেলসম্যান এই খবর বিশ্বাস করতে নারাজ। বায়ার্নকে বিভ্রান্ত করার জন্য এটা পিএসজির একটা কৌশল বলেই মনে করছেন এই কোচ।
নাগেলসম্যান বলেন, “এমবাপ্পে ইনজুরি? সে বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে খেলবে না? আমি এটা বিশ্বাস করিনা। আমি মনেকরি সে খেলবে।
“আমি জানিনা তার কি হয়েছে। কিন্তু পিএসজির পক্ষ যে কথা বলা হয়েছে সেখানে কিছুটা ধোয়াশা রয়েছে। সে এই ম্যাচটি মিস করবে এমনটা আমি ভাবছি না।”