রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:২৯ অপরাহ্ন

এমবাপ্পের ইনজুরি বিশ্বাস করে না বায়ার্ন কোচ

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৩৭ এই মুহুর্তে
  • শেয়ার করুন

লিগ ওয়ানের ম্যাচে ইনজুরিতে পরেছিলেন পিএসজির আক্রমন ভাগের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। একই ম্যাচে ইনজুরিতে পরেছিলেন সেন্টারব্যাক সার্জিও রামোস।

এই দুজনের মধ্যে কিলিয়ান এমবাপ্পের ইনজুরি বেশি গুরুতর এমনটাই জানা গেছে। এমবাপ্পের ইনজুরি প্রায় তিন সপ্তাহের জন্য এবং যদি এটা হয় তাহলে তিনি বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচটি মিস করবেন।

তবে বায়ার্ন কোচ নাগেলসম্যান এই খবর বিশ্বাস করতে নারাজ। বায়ার্নকে বিভ্রান্ত করার জন্য এটা পিএসজির একটা কৌশল বলেই মনে করছেন এই কোচ।

নাগেলসম্যান বলেন, “এমবাপ্পে ইনজুরি? সে বায়ার্নের বিপক্ষে প্রথম লেগে খেলবে না? আমি এটা বিশ্বাস করিনা। আমি মনেকরি সে খেলবে।

“আমি জানিনা তার কি হয়েছে। কিন্তু পিএসজির পক্ষ যে কথা বলা হয়েছে সেখানে কিছুটা ধোয়াশা রয়েছে। সে এই ম্যাচটি মিস করবে এমনটা আমি ভাবছি না।”

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান

মেসির খুশিটাই চাওয়া রোনালদিনহোর

ভিনিসিয়াসের গোল বাতিল, ক্যাসমিরোর গোল, বাকিটা সময় ছন্নছাড়া