ইংলিশ প্রিমিয়ার লিগে আজকেও নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে লিভারপুল। চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে প্রিমিয়ার লিগে কোন ম্যাচ না জেতার ধারাবাহিকতা ধরে রেখেই যেন বিরতিতে গিয়েছে তারা।
আজকে তারা উলভসের বিপক্ষে মাঠে নেমেছে। উলভসের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে বিরতি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে আছে উলভস।
ম্যাচের ৫ম মিনিটে ম্যাটিপের আত্মঘাতী গোলে এগিয়ে যায় উলবস। ১২ মিনিটে ধাওসনের গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। বিরতি পর্যন্ত তাদের লিড ২-০।
এদিকে আরেক ম্যাচে আজকে মুখোমুখি হয়েছে অ্যাস্টন ভিলা এবং লিষ্টার সিটি। বিরতি পর্যন্ত এই ম্যাচে লিষ্টার সিটি ৩-২ গোলে এগিয়ে আছে।