ইংলিশ প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা এবং লিষ্টার সিটি। এই ম্যাচে অ্যাস্টন ভিলাকে তাদেরই মাঠে ৪-২ গোলে পরাজিত করেছে লিষ্টার সিটি।
ম্যাচের শুরুতে অবশ্য আক্রমন পাল্টা আক্রমনে খেলা জমে উঠেছিল। গোলও হয়েছিল পাল্লা দিয়েই। ম্যাচের নবম মিনিটে ওয়াটকিংসের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা।
তবে ১২ মিনিটের সময়ই ম্যাডিসনের গোলে সমতায় ফেরে লিষ্টার সিটি। ৩২ মিনিটে ফের এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। সুটারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।
তবে বিরতির পূর্বেই এই গোলটিও পরিশোধ করে লিষ্টার সিটি। ম্যাচের ৪১ মিনিটে ইহেনাচো গোল করে লিষ্টার সিটিকে সমতায় ফেরান।
এই গোলের রেশ না কাটতেই তৃতীয় গোলটিও পেয়ে যায় লিষ্টার সিটি। কিছুদিন আগেই ব্রাজিলিয়ান তারকা টেটেকে কিনেছিল লিষ্টার সিটি। আজকেই ম্যাচ খেলতে নামেন এবং তার গোলেই লিড নেয় লিষ্টার সিটি।
বিরতির পূর্বে ৩-২ গোলে এগিয়ে যাওয়া লিষ্টার সিটি বিরতির পর ম্যাচের ৭৯ মিনিটে আরও একটি গোল পায়। এবার গোলটি করেন পারেট। এই গোলটি লিষ্টার সিটির জয়টাই যেন নিশ্চিত করে দেয়।