রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:০০ অপরাহ্ন

অভিষেকেই গোল ব্রাজিলিয়ান টেটের, অ্যাস্টন ভিলাকে ৪ গোল দিল লিষ্টার সিটি

স্পোর্টস প্রতিদিন
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯১৭ এই মুহুর্তে
  • শেয়ার করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা এবং লিষ্টার সিটি। এই ম্যাচে অ্যাস্টন ভিলাকে তাদেরই মাঠে ৪-২ গোলে পরাজিত করেছে লিষ্টার সিটি।

ম্যাচের শুরুতে অবশ্য আক্রমন পাল্টা আক্রমনে খেলা জমে উঠেছিল। গোলও হয়েছিল পাল্লা দিয়েই। ম্যাচের নবম মিনিটে ওয়াটকিংসের গোলে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা।

তবে ১২ মিনিটের সময়ই ম্যাডিসনের গোলে সমতায় ফেরে লিষ্টার সিটি। ৩২ মিনিটে ফের এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। সুটারের আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।

তবে বিরতির পূর্বেই এই গোলটিও পরিশোধ করে লিষ্টার সিটি। ম্যাচের ৪১ মিনিটে ইহেনাচো গোল করে লিষ্টার সিটিকে সমতায় ফেরান।

এই গোলের রেশ না কাটতেই তৃতীয় গোলটিও পেয়ে যায় লিষ্টার সিটি। কিছুদিন আগেই ব্রাজিলিয়ান তারকা টেটেকে কিনেছিল লিষ্টার সিটি। আজকেই ম্যাচ খেলতে নামেন এবং তার গোলেই লিড নেয় লিষ্টার সিটি।

বিরতির পূর্বে ৩-২ গোলে এগিয়ে যাওয়া লিষ্টার সিটি বিরতির পর ম্যাচের ৭৯ মিনিটে আরও একটি গোল পায়। এবার গোলটি করেন পারেট। এই গোলটি লিষ্টার সিটির জয়টাই যেন নিশ্চিত করে দেয়।

এই ক্যাটেগরির আরো খবর
ব্রেকিং:

বার্সাতে আসতে চাইলে বেতন কমাতে হবে, কমবে ক্ষমতা

আর্জেন্টিনার প্লেয়াররা বেয়াদব, শিরোপা জেতার যোগ্যতা তাদের নেই: রোথেন

এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য, এক মিনিট নিরবতা ব্রাজিলের জন্য

ভিনিসিয়াস ৬, এমারসন ৪, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্লেয়ারদের রেটিংস

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে থাকা ১১ প্লেয়ারের পারফর্মেন্স কেমন ছিল

ক্লাবের পথ ধরেছেন ব্রাজিলের ফুটবলাররা

নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে জায়গা পাওয়া কঠিন করে তুলল শ্রীলঙ্কা

রিয়াল মাদ্রিদের কোচ হতে আগ্রহী নাগেলসম্যান

মেসির খুশিটাই চাওয়া রোনালদিনহোর

ভিনিসিয়াসের গোল বাতিল, ক্যাসমিরোর গোল, বাকিটা সময় ছন্নছাড়া