কিলিয়ান এমবাপ্পে নেই, নেইমার জুনিয়রও নেই। আক্রমন ভাগের এই সেরা দুই তারকা না থাকায় পুরো দায়িত্ব চলে আসে মেসির উপর। মেসি অবশ্য নিজের দায়িত্ব ভালো ভাবেই পালন করলেন।
আজকে তুলুসের বিপক্ষে পিএসজিকে নেতৃত্ব দিলেন সামনে থেকে। তার নেতৃত্বে পিএসজি পেল জয়। প্রথমে পিছিয়ে পরলেও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।
পিএসজির মাঠে অনুষ্ঠিত এই ম্যাচের ২০ মিনিটে স্বাগতিকদের চমকে দিয়ে এগিয়ে যায় তুলুসে। তবে ৩৮ মিনিটে হাকিমির গোলে সমতায় ফেরে তারা এবং বিরতি পর্যন্ত ১-১ গোলে সমতা থাকে।
বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় পিএসজি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্লাবটি।